Thank you for trying Sticky AMP!!

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ

পরীক্ষায় ভালো করতে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৬ নভেম্বর দশম গ্রেডের এই পদের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। রাজধানীর ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

Also Read: রেলওয়ের খালাসি পদে আড়াই লাখ প্রার্থীর পরীক্ষা ২৫ নভেম্বর

পরীক্ষার্থীদের করোনা–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে। বেলা ১১টার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।