
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার (ড্রাইভিং টেস্ট) তারিখ প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৮ ফেব্রুয়ারি শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের যানবাহন বিভাগ (এমটি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৮ নম্বর গেট–সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরে কেন্দ্রে আসতে হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান সনদের মূলকপি এবং এক সেট করে সত্যায়িত ফটোকপি, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অভিজ্ঞতা সনদের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি।
বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।