Thank you for trying Sticky AMP!!

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল হতে পারে আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকেলে ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হবে।’

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬০৩, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭।

Also Read: সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১০০

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।