Thank you for trying Sticky AMP!!

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩

মডেল: বৃষ্টি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের ১৩তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি কে?
ক. মুহাম্মদ আবদুল মুহিত
খ. ড. আহমদ কায়কাউস
গ. ড. ইসমাত জাহান
ঘ. ড. রহমাতুন মুহিত

২. টেকসই উন্নয়ন অভীষ্টের ১৩ নম্বর অভীষ্ট কী–সম্পর্কিত?
ক. অসমতা হ্রাস
খ. জলবায়ু কার্যক্রম
গ. স্থলজ জীবন
ঘ. পরিমিত ভোগ ও উৎপাদন

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

৩. লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
ক. ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
খ. ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
গ. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
ঘ. ২৩-২৪ জানুয়ারি ১৯৭৪

৪. নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২ কোন দেশের মালিকানাধীন গ্যাস পাইপলাইন?
ক. ইউক্রেন
খ. চীন
গ. নেপাল
ঘ. রাশিয়া

৫. প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-২–এর চূড়া জয় করেন কে?
ক. নিশাত মজুমদার
খ. ওয়াসফিয়া নাজরীন
গ. মোহাম্মদ খালেদ হোসেন
ঘ. শাফিনা শেহনাজ

৬. ‘On Compromise and Rotten Compromises’ গ্রন্থের লেখক কে?
ক. রেহমান সোবহান
খ. অমর্ত্য সেন
গ. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ঘ. আভিসাই মার্গালিট

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬

৭. প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বৈধ অর্থ হিসেবে গ্রহণ করেছে কোন দেশ?
ক. গুয়েতেমালা
খ. চীন
গ. এল সালভাদর
ঘ. ডেনমার্ক

৮. ‘ঋণফাঁদ কূটনীতি’—শব্দ যুগলটি প্রথম ব্যবহার করেন কে?
ক. মুন জায়ে ইন
খ. কিম বু-কিরাম
গ. ইউন-সুক-ইওল
ঘ. ব্রহ্মা চেলানি

৯. কোন দুটি দেশের মধ্যকার ‘Line of Actual Control (LAC)’ বিতর্কিত সীমান্তরেখা?
ক. ভারত ও আফগানিস্তান
খ. ভারত ও পাকিস্তান
গ. পাকিস্তান ও চীন
ঘ. ভারত ও চীন

১০. ‘বিশ্ব পর্যটন দিবস’ কবে পালিত হয়?
ক. ২৭ ফেব্রুয়ারি
খ. ২৭ সেপ্টেম্বর
গ. ১৭ জুলাই
ঘ. ৭ অক্টোবর

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮

১১. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য দেশ কতটি?
ক. ১৯১
খ. ১৯০
গ. ১৮৯
ঘ. ১৮১

১২. দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশ কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৯১
ঘ. ৯৬

১৩. ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ফ্রান্স
খ. মিশর
গ. স্পেন
ঘ. জার্মানি

১৪. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
ক. ১৯৭২, কায়রো
খ. ১৯৭৩, আলজিয়ার্স
গ. ১৯৭৪, নয়াদিল্লি
ঘ. ১৯৭৫, বেলগ্রেড

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০

১৫. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লিসবন, পর্তুগাল
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. বালি, ইন্দোনেশিয়া
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
ক. রবার্তা মেটসোলা
খ. বিজয়ালক্ষ্মী পতি
গ. গাই ব্রাউজার
ঘ. মারিনা ভিয়াজোভস্কা

১৭. জাতিসংঘের ওশান সম্মেলন-২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. মস্কো, রাশিয়া
খ. দোহা, কাতার
গ. লিসবন, পর্তুগাল
ঘ. রোম, ইতালি

১৮. সম্প্রতি মুদ্রাস্ফীতি ঠেকাতে স্বর্ণমুদ্রা চালু করে কোন দেশ?
ক. ভেনিজুয়েলা
খ. শ্রীলঙ্কা
গ. জিম্বাবুয়ে
ঘ. ব্রাজিল

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১১
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১২

১৯. ‘মাহাতো’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার নাম কী?
ক. মান্দি
খ. কুড়মালি
গ. সাদরি
ঘ. খিয়াং

২০. ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ কবে পালিত হয়?
ক. ৬ আগস্ট
খ. ৭ জুলাই
গ. ৯ আগস্ট
ঘ. ২১ সেপ্টেম্বর

মডেল টেস্ট-১৩ (আন্তর্জাতিক বিষয়াবলি)–এর উত্তর

১. ক। ২. খ। ৩. ক। ৪. ঘ । ৫. খ। ৬. ঘ। ৭. গ। ৮. ঘ। ৯. ঘ। ১০. খ।
১১. খ। ১২. ক। ১৩. খ। ১৪. খ। ১৫. খ। ১৬. খ। ১৭. গ। ১৮. গ। ১৯. খ। ২০. গ।