Thank you for trying Sticky AMP!!

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১১

মডেল: সিফাত ও নুসরাত

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ১১তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
ক. এস জয়শংকর, ভারত
খ. আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ
গ. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র
ঘ. কাসাবা কোরেসি, হাঙ্গেরি

২. জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২–এ বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৯তম
খ. ১৯১তম
গ. ১৩৯তম
ঘ. ১১৯তম

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

৩. সাংহাই কো-অপারেশন সামিটের ২২তম শীর্ষ সম্মেলন ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আস্তানা, কাজাখস্তান
খ. দুশানবে, তাজিকিস্তান      
গ. সমরখন্দ, উজবেকিস্তান
ঘ. বিশকেক, কিরগিজস্তান

৪. জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?
ক. হাসানাল বলকিয়া
খ. ভলকার তুর্ক      
গ. লিবেরিও কারিলহো
ঘ. তাহলিয়া ম্যাকগ্রা

৫. জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচক-২০২২-এ বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১০১তম
খ. ১০২তম
গ. ১১২তম
ঘ. ১১০তম

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

৬. ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন চুক্তির মাধ্যমে ১৬৪৮ সালের ২৪ অক্টোবর ৩০ বছরের যুদ্ধের অবসান হয়?
ক. লুজান চুক্তি
খ. ভার্সাই চুক্তি
গ. প্যারিস চুক্তি
ঘ. ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি

৭. কোন দেশ ‘চেকবুক ডিপ্লোমেসি’ প্রবর্তন করে?
ক. চীন
খ. ফ্রান্স      
গ. নেদারল্যান্ডস
ঘ. সুইজারল্যান্ড

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৩

৮. কোন দেশটি I2U2 জোটের অন্তর্ভুক্ত নয়?
ক. ইসরায়েল
খ. যুক্তরাষ্ট্র      
গ. ইরাক
ঘ. ভারত

৯. কোন চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়?
ক. অটোয়া চুক্তি
খ. লুজান চুক্তি      
গ. আকাশ চুক্তি
ঘ. ভার্সাই চুক্তি

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪

১০. ‘জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. চেচনিয়া
খ. মিয়ানমার  
গ. রাশিয়া
ঘ. ইউক্রেন

১১. CVF-এর বর্তমান সভাপতি কোন দেশ?
ক. ঘানা
খ. বাংলাদেশ      
গ. গ্রানাডা
ঘ. বাহামা

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫

১২. স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. জেনেভা
খ. ভিয়েনা
গ. অটোয়া
ঘ. কিয়েটো

১৩. বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. বন, জার্মানি
খ. প্যারিস, ফ্রান্স
গ. মাদ্রিদ, স্পেন
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৬

১৪. ‘বিশ্ব শান্তি দিবস’ কবে পালিত হয়?
ক. ২১ জানুয়ারি
খ. ২১ সেপ্টেম্বর      
গ. ২২ ফেব্রুয়ারি  
ঘ. ২২ অক্টোবর

১৫. ‘গলওয়ান’ কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত এলাকা?
ক. ভারত ও চীন
খ. ভারত ও পাকিস্তান
গ. ভারত ও নেপাল
ঘ. থাইল্যান্ড ও মিয়ানমার

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭

১৬. ‘গ্লাসনস্ত নীতি’ কে প্রবর্তন করেন?
ক. পুতিন
খ. ব্রেজনেভ  
গ. গর্ভাচেভ
ঘ. ক্রুশ্চেভ

১৭. ‘চেকবুক ডিপ্লোমেসি’ বর্তমানে ব্যবহার করছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন  
গ. ভারত
ঘ. ইউক্রেন

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮

১৮. জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) উদ্যোগে প্রতিবছর কত তারিখে ‘মীনা দিবস’ পালিত হয়?
ক. ২৪ জুলাই
খ. ২৪ সেপ্টেম্বর
গ. ২৩ অক্টোবর
ঘ. ২২ নভেম্বর

১৯. ‘At Night All Blood Is Black’ উপন্যাসটির লেখক কে?
ক. ডেভিড দিওপ
খ. জুলিয়ান বার্নস    
গ. সালমান রুশদি
ঘ. ড্যামন গ্যালগট

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯

২০. জাতিসংঘের সাধারণ পরিষদে সিডও (CEDAW) সনদ গৃহীত হয় কবে?
ক. ১৮ ডিসেম্বর ১৯৭৯
খ. ৩ সেপ্টেম্বর ১৯৮১      
গ. ৮ ডিসেম্বর ১৯৭৫
ঘ. ১ অক্টোবর ১৯৮৯

মডেল টেস্ট-১১–এর (আন্তর্জাতিক বিষয়াবলি) উত্তর

১. ঘ। ২. ক। ৩. গ। ৪. খ । ৫. খ। ৬. ঘ। ৭. ক। ৮. গ। ৯. খ। ১০. ঘ। ১১. ক। ১২. গ।

১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. গ। ১৭. খ। ১৮. খ। ১৯. ক। ২০. ক।

Also Read: ৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০