Thank you for trying Sticky AMP!!

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২৬৮ পদের পরীক্ষার সূচি ও অ্যাডমিট প্রকাশ

বাংলাদেশ সরকার

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্প্রতি ১৫টি পদে মোট ৫৩৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এসব পদের মধ্যে ২৬৮টি পদের পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। আগামী ৫ মার্চ শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা হবে। এর আগে প্রার্থীরা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন।

শুক্রবার সকালে ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম, পদ—৫৫), হিসাবরক্ষক (পদ—৯), ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট (পদ—৯), এলডিএ কাম টাইপিস্ট (পদ—১), সহকারী কাম টাইপিস্ট (পদ—৫), ক্রাফট ইনস্ট্রাক্টর-ল্যাব (পদ—৮) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব পদের আবেদনকারীরা পরীক্ষায় অংশ নেবেন।

শুক্রবার বিকেলে লাইব্রেরিয়ান (পদ—২৩), লাইব্রেরিয়ান (পদ—১৫), এলডিএ কাম স্টোরকিপার (পদ—২৫), সহকারী কাম স্টোরকিপার (পদ—১০), অফিস সহকারী কাম স্টোরকিপার (পদ—১৭), কেয়ারটেকার (পদ—২৩), ক্রাফট ইনস্ট্রাক্টর-শপ (পদ—৩৯) পদের পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, কেন্দ্রতালিকা ও অ্যাডমিট কার্ড (http://dtev.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।