Thank you for trying Sticky AMP!!

বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে চাকরি, ২ পদে নেবে ৩৯

ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে লোকবল নিয়োগ করা হবে। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ২টি পদে মোট ৩৯ জনকে নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাইট: ৬
২. অফিস সহায়ক: ৩৩
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলা।

সিলেট বিভাগ: সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা।
এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদনের বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ২৫-৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://cfcc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ২১ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন।