Thank you for trying Sticky AMP!!

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৬৫ পদে চাকরি, আবেদন শেষ কাল

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরির পদে নবম থেকে ২০তম গ্রেডে অস্থায়ীভাবে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যে নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যন্ত্রকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

  • ২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রসায়ন/ফলিত রসায়নে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

Also Read: কেজিডিসিএলে ১২ থেকে ১৪তম গ্রেডে চাকরি, পদ ৯০

  • ৪. পদের নাম: অফিসার (উৎপাদন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাংলাদেশ কারিগরি  শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি ডিগ্রিসহ সরকার অনুমোদিত মুদ্রণশিল্পে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৫. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়নে স্নাতক ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কেমিকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৬. পদের নাম: অফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ)/অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

Also Read: ইসলামিক ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১,১৪৮

  • ৭. পদের নাম: ইমাম (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: কামিল বা দাওরায়ে হাদিস পাস। কোরআনে হাফেজ/মোফাচ্ছির/মুফতি হলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

  • ৮. পদের নাম: ভল্ট সহকারী (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ এইচএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৯. পদের নাম: প্রোডাকশন চেকার/ইন্টারনাল চেকার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ এইচএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Also Read: কাস্টম হাউসে একাধিক পদে চাকরির সুযোগ

  • ১০. পদের নাম: সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ এইচএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১১. পদের নাম: নিরাপত্তা সহকারী (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ এইচএসসি/সমমান পাস। প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর নায়েক/সমমানের পদ থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১২. পদের নাম: পরীক্ষক
    পদসংখ্যা: ২২
    যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ এইচএসসি/সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৩. পদের নাম: গাড়িচালক (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Also Read: জনতা ব্যাংকে বড় নিয়োগ, অফিসারের পদ ৩৫১

  • ১৪. পদের নাম: ফর্ক লিফট অপারেটর (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ১৫. পদের নাম: পাচক (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ খ্যাতনামা হোটেলে পাচক হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি ।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

Also Read: সোনালী ও জনতা ব্যাংকে ৪৬৮ চাকরির সুযোগ

  • ১৭. পদের নাম: খাদেম (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম দাখিল পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
নবম ও দশম গ্রেডে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ২১ বছর ও সর্বোচ্চ বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর। ১৬ থেকে ২০তম গ্রেডে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর  মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

‘নিরাপত্তা সহকারী (পুরুষ)’ পদে প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। ‘নিরাপত্তা প্রহরী (পুরুষ)’ পদে প্রতিরক্ষা/পুলিশ/অবসরপ্রাপ্ত সৈনিক বা ব্যাটেলিয়ন আনসার বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

Also Read: নেসকোতে চাকরির সুযোগ, মূল বেতন প্রায় দেড় লাখ

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
নবম ও দশম গ্রেডভুক্ত পদের ক্ষেত্রে সব জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেডের পদে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

Also Read: পানি উন্নয়ন বোর্ড দশম গ্রেডে নেবে ৪৩ কর্মী

২০তম গ্রেডের পদে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

তবে সব পদে সব জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি–নাতনি এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৩।

Also Read: ভূমি মন্ত্রণালয়ে ২৮১ পদে চাকরির সুযোগ