প্রাণ গ্রুপ নেবে এটিএসএম পদে ২০০ জন, আবেদন এমবিএ বা এমএসসিতে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ তাদের বিক্রয় বিভাগে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বা এটিএসএম পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের আবেদন আহ্বান করছে প্রাণ গ্রুপ।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা—

যেকোনো বিষয়ে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বা মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকতে হবে। যাঁরা মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন এটিএসএম পদে।

অন্যান্য যোগ্যতা—

  • আবেদনে বয়স: ২৫ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর।

  • চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

  • দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে লক্ষ্য অর্জনে

  • মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষ হতে হবে

  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে

  • মোটরসাইকেল চালানোয় সক্ষম ও ইচ্ছুক হতে হবে

  • ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে

বেতন ও সুযোগ-সুবিধা—

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মাসিক সেলস কমিশন, সেলস ইনসেনটিভ, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন-হাউস ইন্স্যুরেন্স পলিসি পাবেন।

বেতন পর্যালোচনা: বার্ষিক।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে। আর ৬ মাস পর পদটি টেরিটরি সেলস ম্যানেজারে (টিএসএম) উন্নীত হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ সেপ্টেম্বর, ২০২৫।

* আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখান ক্লিক করুন