Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেকস/এপার বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় শরণার্থী বিষয়ে সংশ্লিষ্ট পদের কাজে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট সিস্টেমে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত (নবায়নযোগ্য)।
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৯৭,০৬০–১০০,৭২০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২২।

Also Read: মার্কিন সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে ৯ লাখের বেশি

Also Read: আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন সোয়া লাখের বেশি