
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র ফান্ডরাইজিং অ্যান্ড রিপোর্টিং ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিটি ডেভেলপমেন্ট বা এ–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ফান্ডরাইজিংয়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এফসিডিও, ইইউ, ইউএসএইড বা জাতিসংঘের এজেন্সির সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রটেকশন, ম্যাটারনাল/চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন ও ওয়াস সেক্টর বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,৬৯,৯২০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসসহ স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।