বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম গাইনি বিশেষজ্ঞ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ পদে উপযুক্ত বাংলাদেশি প্রার্থী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। চুক্তিভিত্তিক এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির মেয়াদ ১২ মাস, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক পদসংখ্যা: ০১ (একটি)
বেতন: মাসে সর্বোচ্চ বেতন ২,৫০,০০০ টাকা পর্যন্ত
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছর (পরবর্তী সময় নবায়নের সম্ভাবনা রয়েছে)
আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (বিশেষ ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের জন্য শিথিলযোগ্য)
কর্মস্থল: ফিল্ড হাসপাতাল, উখিয়া, কক্সবাজার
সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রির সঙ্গে গাইনি ও অবসটেট্রিকস বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট কোর্স (এফসিপিএস, এমএস, অথবা ডিপ্লোমা) করা থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বৈধ ও হালনাগাদ নিবন্ধন বাধ্যতামূলক।
সংশ্লিষ্ট ক্ষেত্রে (অস্ত্রোপচারসহ) কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫, বিকেল পাঁচটা।