Thank you for trying Sticky AMP!!

ডিজেল প্ল্যান্টে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১৬ থেকে ১৮তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে।

  • ১. পদের নাম: চার্জম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারী এবং গাড়ির ফিল্টার উৎপাদন ও মান নিয়ন্ত্রণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাইমোল্ড উৎপাদন ও অ্যাসেম্বলি কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ২. পদের নাম: উচ্চ দক্ষ কারিগর (ইলেকট্রনিকস)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবিসি লাইসেন্সধারী, অটোমেশন পিএলসি, সিএনসি ও মাইক্রোকন্ট্রোলার মেশিন মেরামত ও চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

  • ৩. পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-১)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনজেকশন মোল্ডিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিএনসি মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

Also Read: এলজিইডিতে বড় নিয়োগ, পদ ৬৫৬

  • ৪. পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-২)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লেদ, মিলিং ও গ্রাইন্ডিং মেশিন চালনায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাই-মোল্ড ফিটিং-ফিনিশিং কাজে দক্ষ এবং মেশিনিস্ট ট্রেড কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ৫. পদের নাম: দক্ষ কারিগর (ওয়েল্ডার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন ধরনের ওয়েল্ডিং, এআরসি ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এবং টিপ ও মিগ ওয়েল্ডিংয়ে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ৬. পদের নাম: দক্ষ কারিগর (ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবিসি লাইসেন্সধারী, অটোমেশন পিএলসি ও মাইক্রোকন্ট্রোলার মেশিন মেরামত ও চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ জীবনবৃত্তান্ত কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। একই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

Also Read: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৪৬৪

আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’–এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর- ১৭০০।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৩, বেলা তিনটা পর্যন্ত।