Thank you for trying Sticky AMP!!

অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে প্রায় পৌনে ১৩ লাখ

মডেল: নাহিদা আহমেদ

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অফিসার—এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
    বিভাগ: ইন্টারন্যাশনাল
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ, ইনভেস্টমেন্ট ফান্ডে চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেস্টমেন্ট, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অ্যানালাইসিস অব মার্কেট, উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল প্রজেকশন, অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন জেনারেট ও রিভিউ, ইনকাম স্টেটমেন্ট ও ক্যাশ ফ্লো বিষয়ে জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১২ লাখ ৭১ হাজার ৫৮৮ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসাসুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২২।