Thank you for trying Sticky AMP!!

বিআইডব্লিউটিএ নেবে ৫৯ কর্মী, আবেদন ফি ২১৫

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে ৫৯ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: নিম্নমান সহকারী, মুদ্রাক্ষরিক বা তৎসম
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাসসহ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

  • ২. পদের নাম: গ্রিজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

  • ৩. পদের নাম: মার্কম্যান
    পদসংখ্যা: ২৫
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

  • ৪. পদের নাম: ভান্ডারি
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। রান্নার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

  • ৫. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৬. পদের নাম: তোপাষ
    পদসংখ্যা: ১৮
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

  • ৭. পদের নাম: ঝাড়ুদার বা পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ আগস্ট ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

Also Read: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে একাধিক পদে চাকরি, দিতে হবে ডোপ টেস্ট

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে এবং ৬ ও ৭ নম্বর পদের আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২১৫ টাকা ডাচ্‌​-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন শুরু হবে ২১ আগস্ট থেকে। শেষ হবে ১ সেপ্টেম্বর ২০২২। ৬ ও ৭ নম্বর পদের আবেদন শুরু হবে ২৫ আগস্ট থেকে। শেষ হবে ২ সেপ্টেম্বর ২০২২।

Also Read: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকরি, বেতন লাখের বেশি