Thank you for trying Sticky AMP!!

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি এ মাসেই প্রকাশ করবে পিএসসি

প্রতিবছরের নভেম্বরে একটি করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের যে ধারাবাহিকতা, এ বছরও সেটি বজায় রাখা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, বিসিএসের নিয়োগ বিধিমালায় আছে, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের এক তারিখ থেকে বয়স গণনা করা হবে।

Also Read: ৪১তম বিসিএসে পররাষ্ট্র-প্রশাসনসহ ৪ প্রার্থীর নিয়োগ বাতিল

পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএসসির ইচ্ছা ছিল, আগামী বছরের প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা। কিন্তু সেটি বিধিমালায় পড়ে না। তাই বিদ্যমান বিধিমালা অনুসারে এ বছরের নভেম্বর মাসের ৩০ তারিখ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

Also Read: নেসকোতে বড় নিয়োগ, পদ ১২৬

৪৬তম বিসিএসের কোন ক্যাডারে কত পদ থাকতে পারে, সে বিষয়ে জানতে চাইলে পিএসসির ওই সদস্য বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে চাহিদা ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। ক্যাডার পদগুলো প্রায় চূড়ান্ত। পদসংখ্যা নির্দিষ্ট করতে আরও কয়েক দিন সময় লাগবে।

Also Read: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৫১২

গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশ করেছিল পিএসসি। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে রেকর্ড করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে পিএসসি।

৪৬তম বিসিএসে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেরও শূন্যপদ উল্লেখ থাকবে। প্রার্থীরা ক্যাডার এবং নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হতে পারে।