দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেবে। ব্যবসা এবং উদ্যোক্তা অনুষদের অধীন ২৩টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের হতে হবে প্রতিশ্রুতিশীল, সৃজনশীল এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখার মনোভাবসম্পন্ন। আবেদনের শেষ সময় ২৬ এপ্রিল, ২০২৫।
আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতার মধ্যে রয়েছে—
• এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৪.০০ বা তার ঊর্ধ্বে (৫.০০–এর মধ্যে) থাকতে হবে
• যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে সম্মান ও মাস্টার্সে সিজিপিএ ৩.০০ বা তার ঊর্ধ্বে (৪.০০–এর মধ্যে) থাকতে হবে।