Thank you for trying Sticky AMP!!

এইচএসসি - রসায়ন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১১. নিচের কোনটি উভধর্মী অক্সাইড?

ক. Na2O খ. Al2O3

গ. CaO ঘ. K2O

১২. প্রথম P-ব্লক মৌল কোনটি?

ক. B খ. C

গ. S ঘ. N

১৩. কোনটির ইলেকট্রন বিন্যাস Al+3 আয়তনের ন্যায়?

ক. O- খ. F-

গ. Cr+3 ঘ. Mg+

১৪. নিচের কোন নিষ্ক্রিয় মৌলটি P-ব্লক মৌল নয়?

ক. He খ. Ne

গ. Ar ঘ. Kr

১৫. নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে?

ক. Sc+3 খ. Ca+2

গ. Zn+2 ঘ. Fe+2

১৬. পর্যায় সারণীতে d ব্লক মৌলের সংখ্যা কতটি?

ক. 28 খ. 36

গ. 41 ঘ. 44

১৭. একটি মৌলের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস (n-1)d10.ns2, যেখানে n এর মান সর্বনিম্ন—

i. মৌলটি অবস্থান্তর

ii. এটি ডায়াম্যাগনেটিক

iii. এর যৌগসমূহ বর্ণহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. 29X মৌলটি—

i. রঙিন যৌগ গঠন করে

ii. জটিল যৌগ গঠন করে

iii. একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. অষ্টক অসম্পূর্ণ যৌগগুলো হলো—

i. NH3

ii. BF3

iii. AlCI3

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. অষ্টক অসম্পূর্ণ যৌগগুলো হলো—

i. NH3

ii. BF3

iii. AlCI3

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. f ব্লক মৌলের সংখ্যা কয়টি?

ক. 41 খ. 36

গ. 27 ঘ. 14

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.গ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন