Thank you for trying Sticky AMP!!

এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১০১. প্রাপ্য কমিশনের জাবেদা কোনটি?

ক. প্রাপ্য কমিশন হি. ডে., কমিশন হি. ক্রে.

খ. নগদান হি. ডে., কমিশন হি. ক্রে.

গ. প্রাপ্য কমিশন হি. ডে., পাওনাদার হি. ক্রে.

ঘ. কমিশন হি. ডে., প্রাপ্য কমিশন হি. ক্রে.

১০২. সদ্য নিলামে ক্রয় করা পুরোনো যন্ত্রপাতির মেরামত ব্যয় নির্বাহ করা হলে সঠিক জাবেদা হবে—

ক. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

খ. মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

ঘ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

১০৩. একজন দেনাদার সরাসরি ৪০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে, এর জন্য আমানতকারীর বইতে জাবেদা হবে—

ক. ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

খ. দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

গ. নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

ঘ. ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

১০৪. ‘জার’ শব্দের অর্থ কী?

ক. ধারণা খ. জ্ঞান

গ. হিসাব ঘ. দিবস

১০৫. জাবেদাকে হিসাবের কোন বই বলা হয়?

ক. পাকা বই খ. সহকারী বই

গ. চূড়ান্ত বই ঘ. শ্রেণিবিন্যাসের বই

১০৬. লেনদেনের ‘ডেবিট–ক্রেডিট বিশ্লেষণ’ ধাপ কোনটি?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. নগদান বই ঘ. রেওয়ামিল

১০৭. জাবেদা ও নগদান বইয়ের ছকে কোন কলামটির মিল পরিলক্ষিত হয়?

ক. জাবেদা নম্বর

খ. খতিয়ান পৃষ্ঠা নম্বর

গ. নগদে প্রদত্ত বাট্টা

ঘ. প্রাপ্ত কারবারি খরচ

১০৮. জাবেদাকে হিসাব চক্রের কোন ধাপ বলা হয়?

ক. ১ম খ. ২য়

গ. ৪র্থ ঘ. ৫ম

১০৯. উপরে কোন হিসাবের ছক প্রদর্শিত হয়েছে?

ক. ক্রয় বই

খ. জাবেদা

গ. বিক্রয় ফেরত বই

ঘ. খতিয়ানের T ছক

১১০. তারিখের ক্রমানুসারে কোন হিসাবের লেনদেন লিপিবদ্ধ করা হয়?

ক. জাবেদা

খ. কারবারি বাট্টা

গ. বিক্রয় বিবরণী

ঘ. চূড়ান্ত হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ২: ১০১.ক ১০২.গ ১০৩.ঘ ১০৪.ঘ ১০৫.খ ১০৬.ক ১০৭.খ ১০৮.খ ১০৯.খ ১১০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন