Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১১. খতিয়ান প্রস্তুত কাজকে সহজ করে তোলে কোনটি?

ক. জাবেদা

খ. রেওয়ামিল

গ. আর্থিক অবস্থার বিবরণী

ঘ. ক্রয়–বিক্রয় হিসাব

১২. খতিয়ান ও জাবেদার পার্থক্য কী?

ক. খতিয়ান হিসাবের পাকা বই ও জাবেদা হিসাবের প্রাথমিক বই

খ. জাবেদা পাকা বই আর খতিয়ান প্রাথমিক বই

গ. জাবেদায় লেনদেন স্থায়ীভাবে লেখা হয় এবং খতিয়ানে লেখা হয় সাময়িকের জন্য

ঘ. জাবেদায় লেনদেনের প্রকৃতি বিচার করা হয় না, কিন্তু খতিয়ানে করা হয়

১৩. ‘Ledger’ শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?

ক. Ledge খ. Ledga

গ. Ladge ঘ. Ladga

১৪. ‘লেজার’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে ?

ক. ল্যাটিন খ. ফরাসি

গ. ইংরেজি ঘ. স্পেন

১৫. খতিয়ানের উদ্ধৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়। এ প্রস্তুতকরণ কাজটিকে তুমি হিসাববিজ্ঞানের ভাষায় কী বলবে?

ক. ব্যাখ্যাকরণ খ. সংক্ষিপ্তকরণ

গ. বিশ্লেষণ ঘ. শ্রেণিবদ্ধকরণ

১৬. খতিয়ানের সম্মিলিত ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হবে—

i. আগের বছরের মূলধনের

ii. সম্মিলিত ডেবিট দিকের যোগফলের

iii. ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত্তের পার্থক্যের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. নামিক হিসাব যদি ডেবিট ব্যালেন্স হয়, তাহলে সেটি দ্বারা কারবারের কী নির্দেশিত হবে?

ক. ব্যয় খ. আয়

গ. দায় ঘ. মূলধন

১৮. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স প্রতিষ্ঠানের কোন অবস্থাকে নির্দেশ করে?

ক. সম্পদ খ. দায়

গ. লোকসান ঘ. লাভ

১৯. ‘Organised Storage of accounting data’ বলা হয় কোনটিকে?

ক. রেওয়ামিলকে খ. খতিয়ানকে

গ. জাবেদাকে ঘ. নগদানকে

২০. খতিয়ানের ছকে ঘরের সংখ্যা কত?

ক. ৮টি খ. ৯টি

গ. ১০টি ঘ. ১২টি

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ক ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন