Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

১. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা কিসের ওপর নির্ভর করে?

ক. ক্রেতার ওপর

খ. বিক্রেতার ওপর

গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর

ঘ. স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর

২. বিনিয়োগের মূল্যায়নপ্রক্রিয়া কোনটি?

ক. মূলধন বাজেটিং

খ. অর্থের সময়মূল্য

গ. বাট্টার হার নির্ধারণ

ঘ. বিনিয়োগের মূল্যনীতি

৩. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী?

ক. মূলধন বাজেটিং

খ. বিক্রয় বাজেটিং

গ. ক্রয় বাজেটিং

ঘ. পরিকল্পনা বাজেটিং

৪. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি?

ক. কাগজ খ. কালি

গ. খাবার ঘ. আসবাব

৫. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—

i. পে–ব্যাক সময় পদ্ধতি

ii. গড় মুনাফা হার পদ্ধতি

iii. নিট মুনাফা হার পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. মূলধন বাজেটিং মূলত কী?

ক. একটি সম্পদ খ. একটি প্রজেক্ট

গ. একটি দায় ঘ. একটি প্রক্রিয়া

৭. মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৭টি

৮. মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?

ক. গড় মুনাফার হার পদ্ধতি

খ. নিট বর্তমান মূল্য পদ্ধতি

গ. পে-ব্যাক সময় পদ্ধতি

ঘ. সময় পদ্ধতি

৯. ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী খরচ হলো—

i. অফিস ভাড়া

ii. বিমা খরচ

iii. কাঁচামাল খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. মূলধন বাজেটিং করার সিদ্ধান্ত নিতে সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়?

ক. ছোট অঙ্কের খ. মাঝারি অঙ্কের

গ. বড় অঙ্কের ঘ. তহবিলই প্রয়োজন হয় না

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ক ১০.গ

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ববর্তী দিনের পড়া