Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - রসায়ন | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

২১. নিচের কোনটি ইলেকট্রন পরিবাহী?

ক. ক্ষারের দ্রবণ খ. লবণের দ্রবণ

গ. গ্রাফাইট ঘ. গলিত দ্রবণ

২২. ব্লু ভিট্রিওলে কত অণু পানি থাকে?

ক. ২ অণু খ. ৫ অণু

গ. ৭ অণু ঘ. ১০ অণু

২৩. ক্লোরিন অণুর ক্ষেত্রে—

i. এটি একটি পোলার যৌগ

ii. সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয়

iii. ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. পোলার যৌগ হলো—

i. HF

ii. NH3

iii. C6H12O6

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. অ্যামোনিয়া অণুতে কয় জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে?

ক. ১ জোড়া খ. ২ জোড়া

গ. ৩ জোড়া ঘ. ৪ জোড়া

২৬. ক্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে?

ক. ১ জোড়া খ. ২ জোড়া

গ. ৪ জোড়া ঘ. ৬ জোড়া

২৭. চিনির সংকেত নিচের কোনটি?

ক. C6H12O6

খ. (C6H10O5)n

গ. C12 H22O11

ঘ. C3H6O2

২৮. কোন অক্সাইডটি অম্লধর্মী?

ক. Na2O খ. K2O

গ. MgO ঘ. NO2

২৯. পানির অণুতে আছে—

i. ঘূর্ণায়মান ইলেকট্রন

ii. মুক্তজোড় ইলেকট্রন

iii. সমযোজী বন্ধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে—

i. KF যৌগে

ii. CaS যৌগে

iii. KCl যৌগে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন