Thank you for trying Sticky AMP!!

গ ইউনিটে পাসের হার ২০ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ২০ দশমিক ৬১ শতাংশ। ৪৮ হাজার ৫৭ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৯ হাজার ৯০৬ জন।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।

শিক্ষার্থীরা মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.admission.eis.du.bd) থেকে ফল জানতে পারবেন।

খুদেবার্তায় ফল জানতে মুঠোফোন থেকে GA লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।


গত শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। এই ইউনিটে ১ হাজার ১৭০টি আসন রয়েছে।


বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা অনুষদের ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, শাখা পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ