
আগামী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জেএনইউপিএস)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৯-২০ সালের জন্য ১২ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফটোগ্রাফিক সোসাইটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদ ইকবাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ এপ্রিল সংগঠনের মডারেটর এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান নতুন কমিটি অনুমোদন করেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি নিয়মিত ফটোগ্রাফি-বিষয়ক কর্মশালা, প্রদর্শনী, প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে আসছে।