এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৬৯. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়?

ক. সূত্র খ. কপি পেস্ট

গ. বুলেট ঘ. প্রিন্ট

৭০. বুলেট কী ধরনের হতে পারে?

ক. ডিজাইন চিহ্ন খ. রোমান অক্ষর

গ. নিউমেরিক নম্বর ঘ. সব কটি

৭১. বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?

ক. Font খ. Illustrations

গ. Paragraph ঘ. Clipboard

৭২. বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?

ক. Insert খ. Home

গ. Paragraph ঘ. Font

৭৩. Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?

ক. Insert খ. References

গ. Home ঘ. Review

৭৪. টেবিলে কী থাকে?

ক. কলাম খ. সারি

গ. ডেটা ঘ. সব কটি

৭৫. Enter কী ধরনের বাটন?

ক. gap সূচক খ. অসম্মতিসূচক

গ. সম্মতিসূচক ঘ. ডিলিটসূচক

৭৬. লেখালেখির সময় Enter চাপলে মাউস কার্সরটি কোন দিকে যায়?

ক. ওপরের দিকে খ. নিচের দিকে

গ. পাশের দিকে ঘ. বাম পাশে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬৯. গ ৭০. ঘ ৭১. গ ৭২. খ ৭৩. গ ৭৪. ঘ ৭৫. গ ৭৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা