এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৩৬. অর্থনীতিতে হস্তান্তর বলতে কী বোঝায়?

ক. মালিকানা পরিবর্তনকে

খ. হাতে হাতে বিনিময়কে

গ. দ্রব্য হস্তগত করাকে

ঘ. দ্রব্যের স্থান বদলকে

৩৭. সাগর, মহাসাগর, বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি—এগুলো কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত সম্পদ

খ. সমষ্টিগত সম্পদ

গ. জাতীয় সম্পদ

ঘ. আন্তর্জাতিক সম্পদ

৩৮. হস্তান্তরযোগ্যতা কী?

ক. চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা

খ. কোনো দৃশ্যমান বস্তু

গ. একজনের নিকট থেকে বস্তুটি আরেকজনের পাওয়ার সম্ভাব্যতা

ঘ. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

৩৯. উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দিতে হয়?

ক. খাজনা খ. মজুরি

গ. সুদ ঘ. মুনাফা

৪০. বেকারত্ব অনুপস্থিত কোন অর্থ ব্যবস্থায়?

ক. ধনতান্ত্রিক খ. মিশ্র

গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি

৪১. মূলধনের আয়কে কী বলে?

ক. খাজনা খ. সুদ

গ. মুনাফা ঘ. মজুরি

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৩৬.ক ৩৭. ঘ ৩৮.গ ৩৯.ক
৪০.গ ৪১.খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা