এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ বাংলা  ফিন্যান্স ও ব্যাংকিং  ইংরেজি  গণিত

বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অভাগীর স্বর্গ

১। কোন নদীর তীরে শশ্মানঘাট অবস্থিত?

ক. শঙ্খ খ. গরুড় গ. গড়াই ঘ. পদ্মা

২। বার্মার বর্তমান নাম কী?

ক. মিয়ানমার খ. ইথিওপিয়া গ. ইয়াঙ্গুন ঘ. রেঙ্গুন

৩। ‘আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’—এখানে কার কথা বলা হয়েছে?    

ক. কাঙালি খ. অভাগী গ. রসিক ঘ. অধর

৪। কাঙালির মা সবার পেছনে কোথায় এসে উপস্থিত হলেন?

ক. শ্মশানে খ. মুখুয্যেবাড়িতে

গ. কুটির প্রাঙ্গণে ঘ. পথে

৫। ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কোন রোগে মারা গেলেন?

ক. আমাশয়ে খ. জ্বরে গ. ক্যানসারে ঘ. ডায়রিয়ায়

৬। ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর বয়স কেমন ছিল?

ক. অতি বৃদ্ধ খ. কম বয়স্ক              

গ. মাঝামাঝি বয়সী ঘ. অল্প বয়সী

৭। কাঙালির মা কার মেয়ে ছিলেন?

ক. দুলের মেয়ে খ. কুমারের মেয়ে   

গ. জমিদারের মেয়ে ঘ. কাঠুরের মেয়ে

৮। কাঙালির মায়ের ধারণা অনুসারে বামুন মা কিসে চড়ে স্বর্গে যাচ্ছেন?

ক. ভেলায় খ. হাওয়ায় গ. পালকিতে ঘ. রথে      

৯। কখন কাঙালির মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখেছিলেন?

ক. রাতে খ. সন্ধ্যায় গ. দুপুরে ঘ. বিকেলে         

১০। ক্যাঙলার মায়ের মতো সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই—কে বলেছেন?

ক. রাখালের পিসি খ. বিন্দির মা গ. রসিক বাঘ ঘ. ভট্টাচার্য

১১। বিন্দির মা কাকে বলছিলেন ক্যাঙলার মায়ের মতো সতী-লক্ষ্মী আর দুলে পড়ায় নেই?

ক. বিন্দির বাবাকে খ. হরিনাথকে

গ. রাখালের পিসিকে ঘ. কাঙালিকে                

১২। কাঙালি কিসের কাজ শিখতে শুরু করেছে?

ক. কাঠের খ. কারখানার কাজ

গ. মাটির তৈরি জিনিসের ঘ. বেতের                 

১৩। কাঙালির কাজ শুরু হওয়ার কত বছর পর অভাগীর ধারণা তার দুঃখ ঘুচবে?

ক. এক বছর খ. দুই বছর গ. তিন বছর ঘ. সাড়ে তিন বছর

১৪। ‘অভাগীর স্বর্গ’ গল্পের অভাগী চরিত্রটি যে বৈশিষ্ট্য ধারণ করে আছে—

i. ধৈর্যশীল ii. আবেগপ্রবণ iii. কষ্টসহিষ্ণু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫। কাঁটাযুক্ত শামুকজাতীয় প্রাণী কোনটি?       

ক. ঝিনুক খ. গেঁটে কড়ি গ. চিংড়ি ঘ. কচ্ছপ       

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর

বাংলা ১ম পত্র

অভাগীর স্বর্গ

১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ