৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

সততার পুরস্কার
১। ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন?
ক. সাহায্য নেওয়ার জন্য
খ. পরীক্ষা নেওয়ার জন্য
গ. শিক্ষা দেওয়ার জন্য
ঘ. মূল্যায়নের জন্য
২। তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন?
ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়
খ. তার ছাগলের সংখ্যা বেশি হয়েছিল বলে
গ. তার ধনসম্পদের দরকার ছিল না
ঘ. তিনি দয়ালু ছিলেন বলে
৩। ‘সততার পুরস্কার’ গল্পে ইহুদি বংশের কয়জন লোকের কথা উল্লেখ করা হয়েছে?
ক. পাঁচজন খ. চারজন
গ. তিনজন ঘ. দুজন
৪। প্রথম ইহুদি ব্যক্তির সর্বাঙ্গ কেমন ছিল?
ক. রক্তাক্ত খ. ধবল
গ. লাল ঘ. কালো
৫। তৃতীয় ইহুদি ব্যক্তিটির কী সমস্যা ছিল?
ক. মাথায় টাক খ. পঙ্গুত্ব
গ. ধবল রোগ ঘ. অন্ধত্ব
৬। ফেরেশতারা কী দিয়ে তৈরি?
ক. মাটি খ. নূর গ. পানি ঘ. গাছ
৭। ফেরেশতাকে ইহুদিদের কাছে কে পাঠালেন?
ক. নবীজি খ. আল্লাহ
গ. মন্ত্রী ঘ. রাজা
৮। মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না?
ক. পানির তৈরি বলে খ. বাতাসের তৈরি বলে
গ. নূরের তৈরি বলে ঘ. বিদ্যুতের তৈরি বলে
৯। ফেরেশতারা কার হুকুম পালন করেন?
ক. নবীজির খ. মন্ত্রীর
গ. আল্লাহর ঘ. রাজার
১০। ফেরেশতা কিসের রূপ ধরে ইহুদিদের কাছে এলেন?
ক. কবুতরের খ. উটের
গ. গরুর ঘ. মানুষের
১১। ফেরেশতা তিন ইহুদি লোকের কাছে ছদ্মবেশে হাজির হয়েছিলেন কেন?
ক. টাকা দেওয়ার জন্য
খ. টাকা নেওয়ার জন্য
গ. ইমানের পরীক্ষার জন্য
ঘ. সাহায্য দেওয়ার জন্য
১২। ফেরেশতা কোন ইহুদির কাছে প্রথম আসেন?
ক. খঞ্জের কাছে খ. ধবল রোগীর কাছে গ. অন্ধের কাছে
ঘ. টাকওয়ালার কাছে
১৩। ধবল রোগীকে সবাই কেমন দৃষ্টিতে দেখত?
ক. স্নেহের খ. ঘৃণার
গ. সম্মানের ঘ. শ্রদ্ধার
১৪। স্বর্গীয় দূত ধবল রোগীকে কীভাবে ভালো করে তুললেন?
ক. গায়ে হাত বুলিয়ে
খ. গায়ে পানি দিয়ে
গ. গায়ে আগুন দিয়ে
ঘ. গলায় তাবিজ দিয়ে
১৫। সুস্থ হয়ে ধবল রোগী স্বর্গীয় দূতের কাছে কী চাইল?
ক. গরু খ. ছাগল
গ. মহিষ ঘ. গাভি
১৬। স্বর্গীয় দূত ধবল রোগীকে কেমন উট দিয়েছিলেন?
ক. গাভিন উট খ. বয়স্ক উট
গ. বাচ্চা উট ঘ. বন্ধ্যা উট
১৭। টাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটা?
ক. খেজুরের বাগান
খ. মাথাভর্তি চুল
গ. উর্বর জমি ঘ. প্রচুর টাকা
১৮। স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী বললেন?
ক. তোমার চোখ কীভাবে নষ্ট হলো?
খ. তুমি কী সবচেয়ে বেশি ভালোবাসো
গ. তুমি কি চোখে দেখতে পাও না?
ঘ. তোমার চোখ এখন কেমন?
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
সততার পুরস্কার
১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ