প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৯৫

বাংলা

এক কথায় প্রকাশ

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ১০ নম্বর প্রশ্নের কিছু নির্বাচিত ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো।

বহুর মধ্যে একজন—শ্রেষ্ঠ

বেশি শীতও নয় বেশি গরমও নয়

—নাতিশীতোষ্ণ

বেশি কথা বলে যে—বাচাল

বেশি কথা বলেন না যিনি

—মিতভাষী।

মরণ পর্যন্ত—আমরণ

মৃত্যু পর্যন্ত—আমৃত্যু

ময়ূরের ডাক—কেকা

মনের ইচ্ছা—শখ

মমতা আছে যে নারীর—মায়াবতী

মুক্তির জন্য যে যুদ্ধ করা হয়

—মুক্তিযুদ্ধ

মেধা আছে এমন যে জন—মেধাবী

সামনের দিকে থাকেন যাঁরা

—অগ্রবর্তী

সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প

সংখ্যায় সবচেয়ে বেশি এমন

—সংখ্যাগরিষ্ঠ

সমুদ্রতীরে বালুময় স্থান—বেলাভূমি

সংসারী লোক—গেরস্ত

সভার সদস্য—সভ্য

সীমা নেই যার—অসীম

স্বাভাবিক জ্ঞান বুদ্ধি—কাণ্ডজ্ঞান

সূর্য ডুবে যাওয়ার দিক—অস্তাচল

সব জানেন যিনি—সবজান্তা

সোনার মতো রং যার—সোনালি

স্থলে চরে যে—স্থলচর

লোকমুখে যা শোনা যায়—জনশ্রুতি

শিক্ষা গ্রহণ করছে যে—শিক্ষানবিশ

শক্তি আছে যার—শক্তিধর

শুয়ে আছে এমন—শয়ান

শাসন করেন যিনি—শাসক

শত্রু দিয়ে বেষ্টিত—অবরুদ্ধ

শাস্তি পাওয়ার যোগ্য—দণ্ডনীয়

শ্রদ্ধার সঙ্গে বরণ করার যোগ্য

—বরেণ্য

হাতে পরার গয়না—কাঁকন

নিজের লোক—স্বজন

নদী ও সাগরের ঢেউ—ঊর্মি

নিজের জীবন উত্সর্গ করেছে যে

—আত্মদানকারী

যা বলার যোগ্য—বক্তব্য

যা অর্জিত হয়েছে—অর্জন

যা বাক্যে প্রকাশ করা যায় না

—অবাক

যা সহজে লাভ করা যায়—সুলভ

যা বিশ্বাস করা যায় না—অবিশ্বাস্য

যা সম্পন্ন করা যায় না—অসাধ্য

যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ

যা নিয়ত পরিবর্তিত হচ্ছে

—পরিবর্তনশীল

যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব

যা দেখা যায় না—অদৃশ্য

যা কথায় বর্ণনা করা যায় না

—অবর্ণনীয়

যা শব্দ করছে—শব্দায়মান

যা কষ্টে জয় করা যায়—দুর্জয়

যা জলে ও স্থলে চরে—উভচর

যা জলে জন্মে—জলজ

যা অবশ্যই ঘটবে—অবশ্যম্ভাবী

যা সাধারণত দেখা যায় না

—অসাধারণ

যা পান করতে হয়—পানীয়

যা দ্বারা জানা যায়—বিদ্যা

যার কোনো সীমা নেই—অসীম

যার বিরাম নেই—বিরামহীন

যার মূল্য হয় না—অমূল্য

যার কোনো তুলনা নেই

—তুলনাহীন

যার যশ আছে—যশস্বী

যার উপস্থিত বুদ্ধি আছে

—প্রত্যুত্পন্নমতি

যার দয়া নেই—নির্দয়

যার নাম কেউ জানে না

—অজ্ঞাতনামা

যে গাছ কাজে লাগে না—আগাছা

যে বিবেচনা করে কাজ করে না

—অবিবেচক

যে ভূমিতে জন্ম হয়—জন্মভূমি

যার শেষ নেই—অশেষ

যা হবেই—অবধারিত

যা লোপ পেয়েছে—অবলুপ্ত

যা প্রয়োগ করা যায়—প্রযোজ্য

যা করা প্রয়োজন—কর্তব্য

যা নিষেধ করা হয়েছে—নিষিদ্ধ

যেখানে যুদ্ধ হয়—রণক্ষেত্র

যেখানে রাজার হাতি রাখা হয়

—হাতিশাল

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি

—টনটন

যার শেষ নেই—অনন্ত

যার মূল্য নির্ধারণ করা যায় না

—অমূল্য

যাকে লঙ্ঘন করা কঠিন

—দুর্লঙ্ঘনীয়

যাকে চেনা যায় না—অচিন

যে অভিযান করে—অভিযাত্রিক

যে উপকারীর উপকার স্বীকার করে

—কৃতজ্ঞ

যে উপকারীর অপকার করে

—কৃতঘ্ন

যে বেশি কথা বলে—বাচাল

যে হিংসা করে—হিংসুক

যে দয়া কামনা করে—করুণাকামী

যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়—মালিশ

যিনি অধ্যাপনা করেন—অধ্যাপক

যিনি শিক্ষাদান করেন—শিক্ষক

যিনি শিল্পকলার চর্চা করেন

—শিল্পী

যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন—মুক্তিযোদ্ধা

রেখা দিয়ে আঁকা ছবি—নকশা

রাজার ছেলে—রাজপুত্র

রাজার ধন যেখানে থাকে

—রাজকোষ

রাজনীতি করেন যিনি

—রাজনীতিবিদ

রুপা দিয়ে তৈরি যে মুদ্রা

—রৌপ্যমুদ্রা

রাত্রির প্রথম ভাগ—পূর্বরাত্র

রাত্রির শেষ ভাগ—পররাত্র

রাত্রিকালে চরে বেড়ায় যে

—নিশাচর।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা