Thank you for trying Sticky AMP!!

বাবা-ছেলে একসঙ্গে জেএসডি পাস

বাবলুর রহমান ও মেহেদী হাসান

বাবা বাবলুর রহমান আর ছেলে মেহেদী হাসান। দুজন একসঙ্গে এবারের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসডি) পরীক্ষায় পাস করেছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে এই বাবা-ছেলে জেএসডি পরীক্ষায় অংশ নেন। তাঁদের বাড়ি কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে।

মেহেদী হাসান (১৩) জানায়, সে জিপিএ-২ দশমিক ০৬ পেয়েছে। আর তার বাবা বাবলুর রহমান পেয়েছেন ২ দশমিক ৭২।

বাবলুর রহমান জানান, পারিবারিক কারণে পড়ালেখা বেশি দূর এগোয়নি। একসময় বিয়ে করেন। কৃষিকাজ করে সংসার চালান এখন। খেতেখামারে কাজ করার সময় মনে হয় পড়ালেখার কথা। তাই তিনি ছেলে মেহেদী হাসানের সঙ্গে মাদ্রাসায় ভর্তি হন। চাকরি করার ইচ্ছায় নয়, জ্ঞানার্জনের জন্যই পড়ালেখা করছেন বলে জানান বাবলুর রহমান।

মেহেদী হাসান জানায়, তার বাবা বেশির ভাগ সময় বাড়িতেই পড়ালেখা করতেন। তারা দুজন বই-খাতা ভাগাভাগি করে পড়ালেখা করেছে। মাঝেমধ্যে বাবা মাদ্রাসায় গেছেন। পরীক্ষায় তার চেয়ে বাবা বেশি নম্বর পেয়েছেন সব সময়।

এ ব্যাপারে গাজেম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রবিউল ইসলাম জানান, বাবলুর রহমান যেদিন তাঁর প্রতিষ্ঠানে প্রথম এসে পড়ালেখার কথা বলেন, সেদিনই তাঁকে ভর্তি করে নেন। তাঁর ইচ্ছাশক্তি দেখে অনেক ভালো লেগেছে বলে জানান সুপার।