এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৭. ইরি হ্রদে কারখানার বর্জ৵ ফেলায় সেখানে কিসের মাত্রা বেড়ে গিয়েছিল?

ক. ফসফেট খ. আয়রন

গ. পটাশ ঘ. ইউরিয়া

১৮. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১৯. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত?

ক. ৭০ ভাগ খ. ৮৭ ভাগ

গ. ৭৭ ভাগ ঘ. ৯৭ ভাগ

২০. ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত হয়?

ক. ১ গ্রাম/সিসি খ. ১০ গ্রাম.সিসি

গ. ১০০ গ্রাম.সিসি ঘ. ১০০০ গ্রাম/সিসি

২১. ইটিপি কী?

ক. বর্জ্য পরিশোধন ব্যবস্থা

খ. ইমার্জেন্সি ট্রান্সপারেন্ট

গ. পানি উত্তোলন ব্যবস্থা

ঘ. পরিবহন ব্যবসা

২২. ইরি হ্র৶দকে ‘মৃত হ্রদ’ হিসেবে ঘোষণা করা হয় কবে?

ক. ১৯৫২ খ. ১৯৬০

গ. ১৯৬২ ঘ. ১৯৬৯

২৩. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে?

ক. ৬০ খ. ৭০

গ. ৮০ ঘ. ৯০

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. গ