
অধ্যায় ৫
৪১. সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. সবুজ উদ্ভিদ শর্করা খাদ্য উৎপাদন করে কিসের সাহায্যে?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. পানি ও কার্বন ডাই-অক্সাইড
গ. সূর্যালোকের উপস্থিতি
ঘ. সবগুলো
৪৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. ভিটামিন
৪৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির নাম কী?
ক. নাইট্রোজেন
খ. মিথেন
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন
৪৫. সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের পরীক্ষার জন্য কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়?
ক. শৈবাল খ. ফণিমনসা
গ. ছত্রাক ঘ. হাইড্রিলা
৪৬. শর্করা খাদ্য কোথা থেকে তৈরি হয়?
ক. কাণ্ড থেকে
খ. পাতা থেকে
গ. ফুল থেকে
ঘ. মূল থেকে
৪৭. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো—
i. পানি
ii. আলো
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ করেছে কোনটি?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ
ঘ. সালোকসংশ্লেষণ
৪৯. শ্বসনপ্রক্রিয়ার ফলে জীব—
i. বেঁচে থাকে
ii. শক্তি পায়
iii. খাদ্যের ভাঙন ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. মূল সাধারণত—
i. পর্ববিহীন ii. মধ্যপর্বযুক্ত
iii. অগ্রমুকুলবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১. ক ৪২. ঘ ৪৩.ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. ক ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা