বিজ্ঞান

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# চিত্রটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. অযৌন জনন কাকে বলে?খ. সরল ফল বলতে কী বোঝায়?গ. P, Q, R, S অংশগুলো ব্যবহার করে একটি উদ্ভিদ অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো।ঘ. নিষেকের ক্ষেত্রে P, Q, R, S-এর মধ্যে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।উত্তর-ক: যে প্রজনন-প্রক্রিয়া যৌন জনন কোষ সৃষ্টি ও দুটি জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয়, তাকে অযৌন জনন বলে।উত্তর-খ: ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয়, তাকে সরল ফল বলে। যেমন আম। এরা রসালো বা শুষ্ক হতে পারে।উত্তর-গ: P অংশটি বৃতি ও পুষ্পাক্ষ। Q, R, S অংশগুলো হলো যথাক্রমে পাপড়ি, পুংকেশর ও স্ত্রীকেশর। P, Q, R, S অংশের সমন্বয়ে একটি আদর্শ ফুল গঠিত হবে। নিচে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো:উত্তর-ঘ: P অংশটি বৃতি ও পুষ্পাক্ষ, Q পাপড়ি, R পুংকেশর এবং S অংশটি স্ত্রীকেশর। পুং নিউক্লিয়াস ও স্ত্রী নিউক্লিয়াসের মিলন-প্রক্রিয়াকে নিষেক বলে। P, Q, R, S অংশের মধ্যে R (পুংকেশর) ও S (স্ত্রীকেশর) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। R অংশে পুং নিউক্লিয়াস ও S অংশে স্ত্রী নিউক্লিয়াস তৈরি হয়। নিষেকের জন্য গর্ভমুণ্ডে স্থানান্তরিত পরাগরেণু থেকে পরাগনালি বের হয়ে তা গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ের ডিম্বকে পৌঁছায়। পুং নিউক্লিয়াস বা পুং গ্যামেট এবং স্ত্রী নিউক্লিয়াস বা স্ত্রী গ্যামেট উভয়ের ক্রোমোসোমের সংখ্যা হ্যাপ্লয়েড, অর্থাৎ দেহকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক। সুতরাং, এদের মিলনে যে জাইগোটের সৃষ্টি হয়, তা ডিপ্লয়েড। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, নিষেকের ক্ষেত্রে P, Q, R, S অংশের মধ্যে R (পুংকেশর) ও S (স্ত্রীকেশর) অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।