Thank you for trying Sticky AMP!!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড এমবিএ প্রোগ্রাম, ভর্তি পরীক্ষা গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান ও অ্যাপটিটিউট টেস্ট

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উইকেন্ড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্ববিদ্যালয়টি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (এআইএস), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফঅ্যান্ডবি), মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ (এইচআরএম) ও ব্যবস্থাপনা বিভাগে (এমজিটি) উইকেন্ড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে।

উইকেন্ড মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রাম ব্যবসায় স্নাতক ডিগ্রিধারীদের জন্য এক বছরের (দুই সেমিস্টার) এবং যাঁরা ব্যবসায় স্নাতক ডিগ্রিধারী নন, তাঁদের জন্য দুই বছর মেয়াদি প্রোগ্রাম (চার সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা—

ব্যবসায় স্নাতক ডিগ্রিধারীদের চার বছর মেয়াদি বা মাস্টার্স ডিগ্রিসহ তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁদের স্নাতক ব্যবসায়ে ডিগ্রি নেই, তাঁদের চার বছরের স্নাতক বা তিন বছর মেয়াদি স্নাতক/পাস কোর্স ডিগ্রি থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া—

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল। ভর্তি পরীক্ষার সময় পরে জানানো হবে।

Also Read: বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আবেদনের প্রস্তুতি ও প্রক্রিয়া কেমন

Also Read: বাংলাদেশি শিক্ষার্থীরা যে ১০ দেশে অল্প খরচে পড়তে পারেন

ভর্তি পরীক্ষা

মোট ৮০ নম্বরে এমসিকউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ গণিত ২০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ২০, অ্যাপটিটিউট টেস্ট ১০ নম্বর।

টিউশন ফি

  • ১ বছর মেয়াদি প্রোগ্রামে ৯০, ৬০০/–

  • ২ বছর মেয়াদি প্রোগ্রামে ১,৩৫,৮০০/–

যোগাযোগ: মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (উইকেন্ড এমবিএ প্রোগ্রাম), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

Also Read: রাবির অধীনে ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজের ১৪০০ আসনে ভর্তিতে আবেদন শুরু, দেখুন বিস্তারিত

Also Read: কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, যুক্ত আরও এক বিশ্ববিদ্যালয়, ৩৭১৮ আসনের ভর্তির বিস্তারিত দেখুন