মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম পরীক্ষা-২০২৬ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে পারবে শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া যাবে। ১৩ আগস্ট পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবে শিক্ষার্থীরা। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।