মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
১. প্রার্থীকে মাভাবিপ্রবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের বিএসসি (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
২. বিএসসি (সম্মান) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থীর অনার্স শ্রেণিতে কোনো বিষয়ে ক্রেডিট অসম্পূর্ণ থাকলে, তিনি ভর্তির আবেদন করতে পারবেন না।
৩. ভর্তির প্রক্রিয়া চলাকালে অথবা এমএস অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী অনার্স শ্রেণির প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হলে, তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
৪. বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. চাকরি করা প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব কাগজ জমা দিতে হবে
১. শিক্ষাগত যোগ্যতার সব পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
২. নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সদ্য তোলা রঙিন তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৪. সম্মান শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।
৫. বিভাগীয় সভাপতি কর্তৃক প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
১. আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।
২. লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান: ৬ আগস্ট ২০২৫, সকাল ১০টা, বিজিই বিভাগ, মাভাবিপ্রবি।
৩. যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, বিকেল চারটা।
৪. ভর্তির তারিখ: ৯ থেকে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৫. ক্লাস শুরুর তারিখ: ১৭ আগস্ট ২০২৫।
৬. আবেদনপত্রের প্রাপ্তিস্থান: বিভাগীয় অফিস, মাভাবিপ্রবি।
৭. আবেদনপত্রের মূল্য: ৭০০ টাকা মাত্র।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: