জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে ১০ অক্টোবর। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। পরীক্ষার সময়সূচি প্রকাশ করে গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা একটায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে শেষ হবে পরীক্ষা।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা স্বাস্থ্যবিধি–সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।