কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আজ রোববার (২ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল ও ৩ মে। আবেদন ফি ১,০০০/- (এক হাজার) টাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছপদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসছে। এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন।
‘A’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): বিজ্ঞান শাখা হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ সহ সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে। ‘এ’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি/গণিতে জিপি ৩ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়নে জিপি–৩ দশমিক ৫ ও গণিতে জিপি ২ দশমিক ৫ থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩ দশমিক ৫ ও গণিতে জিপি ২ দশমিক ৫ থাকতে হবে।
‘B’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): বি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষার মোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬, বিজ্ঞান শাখায় ৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫০ থাকতে হবে। তবে সব শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ‘বি’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে ইংরেজিতে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তি–ইচ্ছুকদের এইচএসসি/ সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।
C-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): সি-ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) বিজ্ঞান শাখায় ৭ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/এইচএসসি/ সমমান পরীক্ষার পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫ থাকতে হবে এর মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে এবং মানবিক শাখার ৬ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।
‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।
• সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ৩ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে স্বহস্তে মোবাইল নম্বরসহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন শুরু ২ ফেব্রুয়ারি থেকে
আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও অনলাইনে আবেদন করা যাবে)
ভর্তি পরীক্ষা: ১৯ এপ্রিল সকাল ১০-১১টা পর্যন্ত সি ইউনিট, ৩ মে সকাল ১০-১১টা পর্যন্ত এ ইউনিট এবং ৩-৪ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের নিয়মাবলি মিলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে । ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগ, আসন সংখ্যা ও অন্য শর্তাবলি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা হতে জানা যাবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।