Thank you for trying Sticky AMP!!

মানারাত ইউনিভার্সিটির ভর্তি মেলায় ৫০% ছাড়ে ভর্তির সুযোগ

মেলার উদ্বোধন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম। ঢাকা, ২০ মে

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৩ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৭ মে ২০২৩ পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান নারগীস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ।

মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। যাঁরা দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএ–১০ পেয়েছেন, তাঁরা টিউশন ফিতে এ ছাড় পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও এ সুযোগ রয়েছে।