Thank you for trying Sticky AMP!!

এমএস ও পিএইচডি করার সুযোগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি–জুন ২০২৩ সেমিস্টারে বিভিন্ন বিষয়ে এমএস ও পিএইচডি কোর্সে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্টের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন।

এমএসে আবেদনের যোগ্যতা

* কৃষি অনুষদ
যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) অথবা কৃষি–সংশ্লিষ্ট সমমানের ডিগ্রি;

* অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ
যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) অথবা কৃষিসংশ্লিষ্ট সমমানের ডিগ্রি;

* ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদ
যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ফিশারিজ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সমমানের ডিগ্রি।

* ফুড সেফটি
যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) অথবা কৃষিসংশ্লিষ্ট সমমানের ডিগ্রি;

* অ্যাগ্রিকালচারাল জার্নালিজম
যোগ্যতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) অথবা কৃষিসংশ্লিষ্ট সমমানের ডিগ্রি।

* পিএইচডির বিষয় বা অনুষদ
বিষয়: অ্যাগ্রিকালচারাল বোটানি, অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অ্যাগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাগ্রোনমি, এন্টোমোলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, প্ল্যান্ট প্যাথলজি ও সয়েল সায়েন্স।

পিএইচডি আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি ও থিসিসসহ কৃষিবিজ্ঞানে এমএস বা এমফিল বা এমএসসি অথবা সমমানের ডিগ্রি;

  • স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

  • শিক্ষকতা বা গবেষণা বা সম্প্রসারণে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

  • স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দুটি বৈজ্ঞানিক প্রকাশনা থাকতে হবে; অথবা,

  • কৃষিতে বিএসসিতে (সম্মান) প্রথম বিভাগ বা শ্রেণি বা সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ৩.৫ পেলে বা সমমানের ডিগ্রিসহ এমএস পরীক্ষায় সিজিপিএ–৪ স্কেলে ন্যূনতম ৩.৯ পেলে সরাসরি পিএইচডি ডিগ্রিতে ভর্তির যোগ্য হবেন;

  • চাকরিজীবী বা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা শিথিলযোগ্য;

Also Read: পুঁজিবাজার নিয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তির সুযোগ বিআইসিএমে

আবেদন যেভাবে

এমএস এবং পিএইচডি উভয় কোর্সের আবেদনপত্র ডিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ কার্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে তা পূরণ করে সরাসরি অথবা ডিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ১২০৭ বরাবর জমা দিতে হবে;

Also Read: সিঙ্গাপুরে ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি

আবেদন ফি

এমএস কোর্সের আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও পিএইচডি কোর্সের ১ হাজার টাকা।
** বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন