
উচ্চশিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়—ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এটা দুঃখজনক।
গতকাল রোববার (৬ আগস্ট) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), টেক্সটাইল ও স্থাপত্য বিভাগের সামার সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়েনি। মান বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আরও উদ্যোগী হতে হবে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম মফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় স্কুল অব সায়েন্সের অধ্যাপক আ ম ফারুক নবাগত শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা এ এন এম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।