Thank you for trying Sticky AMP!!

বিইউএফটি ও এনআইএফটির মধ্য সমঝোতা চুক্তি সই

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বাংলাদেশ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (এনআইএফটি) ভারতের মধ্যে একটি সমঝোতা চুক্তি নবায়ন হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠান হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

Also Read: রমজানে মাদ্রাসার ছুটির তালিকা সংশোধন, কমল ১৫ দিন

বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং এনআইএফটির মহাপরিচালক তনু কাশ্যপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজিএমইএ সভাপতি ও বিইউএফটির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক হাসান, শারমিন ইসলাম হাসান; বিইউএফটির সহ–উপাচার্য আইয়ুব নবী খান এবং টেক্সটাইল উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের টেক্সটাইল সচিব রচনা শাহ।

অনুষ্ঠান শেষে বিইউএফটি, বাংলাদেশ এবং নামুনা কলেজ অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (এনসিএফটি), নেপালের মধ্যে আরেকটি নতুন একাডেমিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিইউএফটি এবং এনআইএফটি সমঝোতা স্মারক ২০১১ সালের ৬ সেপ্টেম্বর প্রথম স্বাক্ষর করেন বিইউএফটির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক এবং এনআইএফটির মহাপরিচালক। বিজ্ঞপ্তি

Also Read: প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা