Thank you for trying Sticky AMP!!

ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব

ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ইউনাইটেড ইউনিভার্সিটি

উপায় প্রেজেন্টস ‘৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি)। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন (ব্রুডা)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউআইইউডিসি।

এবারের এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইউআইইউসহ ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দল অংশ নেয়।

ইউআইইউ ডিবেট ক্লাবে দুই সদস্যের একটি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। সদস্যরা হলেন ডেটা সায়েন্স বিভাগের আবদুল্লাহ আল হাবিব ও অর্থনীতি বিভাগের কে এম ইসমাইল সাফা। হাবিব দুটি স্বীকৃতি— ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ অর্জন করেন। আর ইসমাইল প্রতিযোগিতায় ৩য় সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।

ইউআইইউডিসি বিজয়ী সদস্যরা ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবুল কাশেম মিয়ার সঙ্গে দেখা করেন ও চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন। এ সময় বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত এবং ডিসিসিএসএর উপপরিচালক জোহারা নাজনীন উপস্থিত ছিলেন।