Thank you for trying Sticky AMP!!

পরীক্ষা না হলেও জেএসসির জন্য ফরম পূরণ করতে হবে

করোনার কারণে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা না হওয়ায় বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। এর ভিত্তিতেই শিক্ষার্থীদের জেএসসিতে ‘উত্তীর্ণের’ সনদ দেওয়া হবে।

এই সনদের জন্য আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার ফরম পূরণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়।

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল গতবারের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে লেখা নির্দেশনায় বোর্ড বলেছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শিখন কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেএসসি পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুত করা ফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদের জন্য ফরম পূরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর কিছুদিন আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়ে বলা হয়, ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা নিতে হবে।