
সিরাজউদ্দৌলা
৬৭. কার পতন হলে নবাবের সৈন্য ভারী কামান নিয়ে দুর্গের দিকে এগিয়ে যায়?
ক. ক্যাপ্টেন ক্লেটনের
খ. অধিনায়ক এনসাইন পিকার্ডের
গ. সার্জন হলওয়েলের
ঘ. গভর্নর রজার ড্রেকের
৬৮. ভগীরথী নদী কোথায় অবস্থিত?
ক. দিল্লিতে খ. পাটনায়
গ. কলকাতায় ঘ. বিহারে
৬৯. ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন?
ক. হলওয়েলকে
খ. ফরাসি যোদ্ধাদের
গ. ব্রিটিশ সৈনিকদের
ঘ. নবাবের সৈন্যদের
৭০. ‘মারাঠা খাল’ কোথায় অবস্থিত?
ক. কাশিমবাজারে খ. মুর্শিদাবাদে
গ. শিয়ালদহে ঘ. দমদমে
৭১. রজার ড্রেক কে?
ক. গভর্নর খ. ক্যাপ্টেন
গ. সার্জন ঘ. সেনাপতি
৭২. বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চেয়েছিল?
ক. রায়দুর্লভের কাছে
খ. মানিকচাঁদের কাছে
গ. রাজবল্লভের কাছে
ঘ. জগৎশেঠের কাছে
৭৩. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৭৪. নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোথাকার দুর্গ সংস্কার বন্ধ করেনি?
ক. কলকাতার দুর্গ
খ. মতিঝিলের দুর্গ
গ. কাশিমবাজারের দুর্গ
ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গ
৭৫. কলকাতার দেওয়ান কে ছিলেন?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ
গ. রাজবল্লভ ঘ. কৃষ্ণবল্লভ
৭৬. কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?
ক. উমিচাঁদের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. কৃষ্ণবল্লভের
৭৭. নেটিভরা ইংরেজদের সঙ্গে কেন ব্যবসা করতে পারছিল না?
ক. নবাবের ভয়ে
খ. ফৌজদারের ভয়ে
গ. মানিকচাঁদের ভয়ে
ঘ. উজিরের ভয়ে
৭৮. দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কী বাড়লে?
ক. রাজস্ব খ. জুলুম
গ. লবণ ঘ. বাণিজ্য
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ৬৭. খ ৬৮.গ ৬৯. গ ৭০. গ ৭১. ক ৭২. খ ৭৩. খ ৭৪. ক ৭৫. খ ৭৬. খ ৭৭. খ ৭৮. ক