২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এ বছরের ২৬ জুন থেকে শুরু হবে
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এ বছরের ২৬ জুন থেকে শুরু হবে

এইচএসসি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা, জানাল শিক্ষা বোর্ড

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এফএক্স- ১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস প্লাস মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

উল্লেখিত মডেল ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।