দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের অনলাইনে ফরম দাখিল করতে হবে। অনলাইনে ফরম দাখিল করা যাবে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। এ তারিখের পর কোনো আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা হবে না।
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় জেএআইবিবি (JAIBB) এবং ডিএআইবিবি (DAIBB) পর্বের নতুন ও পুরোনো সব পরীক্ষার্থীর জন্য পরীক্ষা ফি প্রতি বিষয়ে ৩০০ (তিন শ) টাকা। এ ছাড়া পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা থেকে প্রতি পরীক্ষায় ৩০০ টাকা ফিক্সড কস্ট নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি সোনালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক (DBBL), রকেট (Rocket) ও বিকাশ (bKash)–এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
পরীক্ষা আগামী ১১, ১৮ এবং ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাঁদের সুবিধার্থে যেকোনো বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্র নির্বাচন করতে পারবেন।
পরীক্ষার সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।