Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা বোর্ডে আবেদন ২১০৯৫, আলিমে ফল পরিবর্তন ১৩৬ জনের, নতুন জিপিএ-৫ পেলেন ২৪ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওয়েবসাইটে এ ফলাফল দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। জিপিএ বেড়েছে ৬৮ জনের। আবার ফেল থেকে ৩১ জন পাস করেছেন।

শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।

Also Read: এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা

Also Read: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘একক’ ভর্তি পরীক্ষা হচ্ছে না, এবারও আগের নিয়মেই

প্রথম ফলাফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফলাফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এ ক্ষেত্রে প্রার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফলাফল জানতে পারবেন।

Also Read: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, জেনে নিন বিস্তারিত