Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও চারুকলার ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৫ জুন) প্রকাশিত হবে। কাল বেলা ১টায় ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশের পরই ফলাফল ওয়েবসাইটে দেখতে পাবেন শিক্ষার্থীরা।

Also Read: বিদেশে পড়তে গেলে যে ৫ সুবিধা পাবেন

Also Read: ইউনিসেফে ফেলোশিপের সুযোগ, মাসে ৩৫০০ ডলারের সঙ্গে মিলবে অন্য সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, আগামীকাল বেলা ১টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন

Also Read: সরকারি ৩৭ মেডিকেলে শিক্ষকের ১৫৫ নতুন পদ

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৫ শিক্ষার্থী আবেদন করেছিলেন।