Thank you for trying Sticky AMP!!

প্রতিটি পরীক্ষা দেবে শান্ত ও স্বাভাবিক মনে

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

কর্নেল নুরন্ নবী (অব)

প্রিয় পরীক্ষার্থী, সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের প্রস্তুতি আশা করি অনেক ভালো হয়েছে। পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের দুশ্চিন্তা করবে না। শান্ত ও স্বাভাবিক মনে প্রতিটি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার আগের দিন ভালো করে সেই বিষয়টি পড়বে। বহুনির্বাচনি ও সৃজনশীল উভয় অংশের উত্তরগুলো ভালো করে রিভিশন দেবে। মনে আত্মবিশ্বাস রেখো, দেখবে পরীক্ষাটা ভালো হবে। অযথা কোনো রকম দুশ্চিন্তা করবে না। সারা দিন শুধু পড়বে না, বিশ্রাম নেবে। প্রয়োজনে শিক্ষক ও মা-বাবার সঙ্গে কথা বলবে। পরীক্ষার আগের রাতে বেশি পড়াশোনা করবে না। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর খুব ভালো করে পড়বে। প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না।

কর্নেল নুরন্​ নবী (অব), সাবেক অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ, ঢাকা

Also Read: ভালো প্রস্তুতি নাও, বেশি নম্বর পাও | এইচএসসি পরীক্ষা ২০২২